উন্নত সফটওয়্যার নিয়ে আসছে এলজি বেলো ২
---
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট এলজি তার নতুন স্মার্টফোন বেলো ২-এর ঘোষণা দিয়েছেন। বাজেটের মধ্যে পাওয়া যাবে এই হ্যান্ডসেট। এর সফটওয়্যার ফিচার মধ্যম থেকে উচ্চমানসম্পন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলজি বেলো ২ মূলত গত বছরে বের হওয়া এলজি এল বেলো-এ উত্তরসূরী। ৫ ইঞ্চি পর্দায় রয়েছে ৪৮০x৮৫৪ পিক্সেল রেজ্যুলেশন। সিঙ্গেল ও ডুয়াল সিম উভয়ই রয়েছে। ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসরে গতি দেবে ১ জিবি র্যাম। অভ্যন্তরীণ স্টোরেজ ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের ব্যবস্থা রয়েছে। ললিপপ ৫.১.১ অপারেটিংয়ে চলবে ফোনটি। সাদা, টাইটান এবং সোনালি রংয়ে পাওয়া যাবে। পেছনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। সামনেরটি ৫ মেগাপিক্সেল। বেলো ২-এ কানেকটিভিটি ফিচারে রয়েছে ২জি, ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০ এবং মাইক্রো ইউএসবি। এ মাসের শেষের দিকে ভারতের বাজার পর্যন্ত চলে আসবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কথা এখনো পরিষ্কার হয়নি। দামের কথা তখনই প্রকাশ পাবে বলে জানানো হয়। এই ফোনটি বেলোর আগের মডেলটের চেয়ে অনেক বেশি সফল হবে বলে আশা করছেন এলজি ইলেকট্রনিক্সের সিইও জুনো চো।