g উন্নত সফটওয়্যার নিয়ে আসছে এলজি বেলো ২ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৯শে নভেম্বর, ২০১৭ ইং ৫ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

উন্নত সফটওয়্যার নিয়ে আসছে এলজি বেলো ২

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৪, ২০১৫

---

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট এলজি তার নতুন স্মার্টফোন বেলো ২-এর ঘোষণা দিয়েছেন। বাজেটের মধ্যে পাওয়া যাবে এই হ্যান্ডসেট। এর সফটওয়্যার ফিচার মধ্যম থেকে উচ্চমানসম্পন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলজি বেলো ২ মূলত গত বছরে বের হওয়া এলজি এল বেলো-এ উত্তরসূরী। ৫ ইঞ্চি পর্দায় রয়েছে ৪৮০x৮৫৪ পিক্সেল রেজ্যুলেশন। সিঙ্গেল ও ডুয়াল সিম উভয়ই রয়েছে। ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসরে গতি দেবে ১ জিবি র‍্যাম। অভ্যন্তরীণ স্টোরেজ ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের ব্যবস্থা রয়েছে। ললিপপ ৫.১.১ অপারেটিংয়ে চলবে ফোনটি। সাদা, টাইটান এবং সোনালি রংয়ে পাওয়া যাবে। পেছনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। সামনেরটি ৫ মেগাপিক্সেল। বেলো ২-এ কানেকটিভিটি ফিচারে রয়েছে ২জি, ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০ এবং মাইক্রো ইউএসবি। এ মাসের শেষের দিকে ভারতের বাজার পর্যন্ত চলে আসবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কথা এখনো পরিষ্কার হয়নি। দামের কথা তখনই প্রকাশ পাবে বলে জানানো হয়। এই ফোনটি বেলোর আগের মডেলটের চেয়ে অনেক বেশি সফল হবে বলে আশা করছেন এলজি ইলেকট্রনিক্সের সিইও জুনো চো। 

এ জাতীয় আরও খবর

  • বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী সাকিব
  • শাকিবের তুলনা হয় না : শ্রাবন্তী
  • নফল রোজা রাখার সওয়াব
  • ‘পদ্মাবতী’ রঙ্গোলি নষ্টে ক্ষুব্ধ দীপিকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু
  • মঙ্গলেও ফুল ফোটে!মঙ্গলেও ফুল ফোটে!
  • নবীনগরে মুক্ত নাট্য সংস্থা : ৩ দিন ব্যাপি নাট্য উৎসব সমাপ্ত
  • খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি
  • প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদককে ডেকেছে আদালতে
  • ক্যাডবেরির চকলেটের পরীক্ষা চালাচ্ছে সৌদি আরবও
  • ক্লিনটনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প
  • হিন্দু পুরুষদের পুরুষত্বহীনতা বাড়ছে