ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা সেবা বন্ধ
---
টিপস ডেস্ক : বিদ্যুতের অভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগের সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ রয়েছে। পরে জেনারেটর চালিয়ে অন্যান্য কার্যক্রম চালুল রাখা হলেও এতেও ত্রুটি দেখা দেয়। ফলে বিকেল তিনটা থেকে নতুন ভবনের সাতটি লিফটই বন্ধ হয়ে গেছে। এতে করে চিকিৎসা সেবা নিতে আসার রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অনেকেই বিভিন্ন পরীক্ষার জন্য বাইরের হাসপাতাল বা ক্লিনিকে ছুটছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল গফুর সাংবাদিকদের জানান, এতক্ষণ জেনারেটর দিয়ে লিফট চালু রাখা হয়েছিল। বর্তমানে এগুলোতে ত্রুটি দেখা দেওয়ায় নতুন ভবনের সাতটি লিফটই বন্ধ হয়ে গেছে।
খুব দ্রুত এগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা করছে ইঞ্জিনিয়াররা। আশাকরি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সূএ : শীর্ষ নিউজ