২০% এলাকায় বিদ্যুৎ সরবরাহ অসম্ভব
---
টিপস ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশ হতে পারে নবায়নযোগ্য জ্বালানির বড় জায়গা। ইতোমধ্যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সোলার অ্যানার্জির দেশ হয়ে উঠেছে। এদেশে এখন ৩ লাখ ৫০ হাজার ঘরে সোলার প্যানেল রয়েছে।
তিনি আজ আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং ইনোভেশন সামিট বাংলাদেশ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে দেশের ২০ ভাগ এলাকায় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। এসব এলাকা সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করা হবে। এছাড়া প্রত্যন্ত চরাঞ্চল, পাহাড়ি এলাকার কথা চিন্তা করে উইন্ড মিল স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই ২০০ মেগাওয়াট সোলার পাওয়ার স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। যদিও সোলার পাওয়ার স্টেশন বসানো খুবই খরচসাধ্য ব্যাপার। তারপরও সরকার এ খাতে অগ্রাধিকার দিয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অফিসের প্রজেক্ট ডিরেক্টর এবং এটুআই প্রজেক্টের পরিচালক কবির বিন আনোয়ার, সামিটের আয়োজক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএসএবি) উপদেষ্টা হারুনুর রশিদ এবং সংগঠনটির নেতা, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।