বুধবার, ২৫শে এপ্রিল, ২০১৮ ইং ১২ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জ বন্দর পরিদর্শন করেছেন বিশ্বব্যাংক প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি : শনিবার দুপুর একটায় ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নদী বন্দর পরিদর্শন করেছেন পাচ সদস্যের বিশ্বব্যাংক প্রতিনিধি দল।বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন,বিশ্বব্যাংকের বিনিয়োগ বিভাগের সিনিয়র স্পেসালিষ্ট দিয়েপ এনগোয়েন ভ্যান হাউতি। এসময় বাংলাদেশ প্রতিনিধদলে ছিলেন বি আই ডাব্লিউ টি এর নিবার্হী প্রকৌশলী মাইদুল ইসলাম,আশুগঞ্জ বন্দর পরিদর্শক প্রকৌশলী মো.শাহ আলম প্রমুখ। স্থানীয সাংবাদিকরা আশুগঞ্জ আন্তর্জাতিক নদী বন্দর পরিদর্শন শেষে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে কথা বলতে চাইলে ভিডিও ক্যমেরার সামনে তারা কোন কথা বলতে রাজি হননি।তবে আশুগঞ্জ বন্দর পরিদর্শক প্রক্যশলী মো. শাহ আলম জানান,আশুগঞ্জ বন্দরে অবকাঠামো কি পর্যায়ে আছে এবং এ বন্দরে কি ধরনের অবকাঠামো নির্মান করা হবে,কি পরিমান অর্থ্যের প্রয়োজনসহ বিভিন্ন বিষয়ে সরজমিনে পর্যবেক্ষন করতে আসেন।

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশিদের ‘রোহিঙ্গা’ সাজিয়ে পাচার

সাবেক মিস আমেরিকা বিয়ে করলেন সমকামী তরুণীকে (ছবিসহ)

আজও আঁতকে ওঠেন রানা প্লাজার সেই রেশমা

গিবতকারী জানে না তার পরিণতি কতো ভয়াবহ

সাকিবের ঝুলিতে ৩০০ উইকেট

মাকে সম্মান জানাতে ইন্দোনেশিয়ার স্কুলে অসাধারণ রীতি (ভিডিও)