শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

জীবনের নিরাপত্তার জন্য দোয়া

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৫

ইসলামিক ডেস্ক : হঠাৎ কোনো বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিন বার এই দোয়া পড়বে, কোনো বস্তু তার ক্ষতি করতে পারবে না। আবু দাউদ, তিরমিজি, ৩৩৮৮,
 
উচ্চারণ : বিসমিল্লা-হিল্লাজি, লা ইযাদুররু মা আসমিহি শাইয়ান ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি, ওয়াহুয়াস সামিউল আলিম। অর্থ : আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আকাশ-জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। প্রকৃতপক্ষে তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। খ. হজরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রা. সূত্রে বর্ণিত নবীজি সা. আমাকে বলেছেন, সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা নাস এবং সুরা ফালাক তিনবার পাঠ করলে আল্লাহ তায়ালা তার সব রকম নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। তিরমিজি ৩৫৭৫ এছাড়াও নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করলে সরাদিনের বিপদ-আপদ থেকে রক্ষা করবেন হাদিসে বলে আল্লাহর ওয়াদা আছে। হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা, ওয়া নিমাল নাসির দোয়াটিও জীবনের বিপদের মুহূর্তে আল্লাহর করুণা পেতে সহায়ক। জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে একটি সপ্তাহ আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি আছে।

এ জাতীয় আরও খবর