বুধবার, ১৭ই মে, ২০১৭ ইং ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

কসবায় আইনমন্ত্রীর গণসংবর্ধনা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১০, ২০১৫

12শেখ কামাল উদ্দিন : শনিবার (১০ জানুয়ারি)  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হককে গণসংবর্ধনা দেয়া হয়।
 জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ সায়েদুল হক এমপি বলেন, উন্নয়নের স্বার্থে ৬শ কোটি টাকার বাজেট বর্তমানে ২ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত হয়েছে। সংবর্ধিত আইনমন্ত্রী বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে অভিভূত হন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নারী ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের নিকট আলোচিত হয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ ৩শ মেঘাওয়াট থেকে ১১ হাজার মেঘাওয়াট উৎপাদন বৃদ্ধি করেছে। তিনি বলেন, আগামী ৪ বছরের মধ্যে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের ৮০ শতাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সংরক্ষিত আসনের মহিলা এমপি ফজিলাতুন নেছা খালেদা জিয়াকে জঙ্গীমাতা আখ্যা দিয়ে বলেন, খালেদা জিয়া দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। নাশকতা ও ধ্বংসাত্মক কর্মসূচীর ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি,  র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি,  জেলা ও দায়রা জজ মোঃ কাউছার, কুমিল্লা  শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইন্দ্র ভূষণ ভৌমিক, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঞা, এমজি হাক্কানী, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।
অনুষ্টানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতি ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক জনত্ া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাসেদুল কাওসার জীবন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।