বুধবার, ২৫শে এপ্রিল, ২০১৮ ইং ১২ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

‘শুক্রবার নওয়াজের বিদায়’

পাকিস্তানের রাজনৈতিক সংকটের আপাতত কোনো সমাধান দেখা যাচ্ছে না। বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে দেশটির চলমান আন্দোলনের প্রধান নেতা তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান ঘোষণা করেছেন, কাল শুক্রবার হবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদায়ের দিন। ওইদিন রাজধানী ইসলামাবাদে জনসমুদ্র তৈরি করা হবে এবং স্লোগান উঠবে 'যাও নওয়াজ যাও'। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া জনতার উদ্দেশে দেওয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন। গত নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইমরান খান। এরই এক পর্যায়ে রাজধানী অভিমুখে ১৪ আগস্ট লং মার্চের ডাক দেন তিনি এবং তার পর থেকে ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে পিটিআই। তার সঙ্গে যোগ দিয়েছেন তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি। গত কয়েক দিন ঐক্যবদ্ধ এ আন্দোলন একটু স্তিমিত হলেও আবার জোরদার করেছেন ইমরান খান। এদিকে, সেনা সমর্থন নিয়ে আন্দোলন করার কথা অস্বীকার করেছে পিএটি। দ্য ডন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিশ্বের প্রথম পুরুষাঙ্গ ও অণ্ডকোষ প্রতিস্থাপন

সৌদিতে বুধবার বিনোদন নগরী নির্মাণ কাজের উদ্বোধন হচ্ছে

টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় নিহত ১০, আহত ১৬

এবার কানাডার টরেন্টোতে গাড়ি উঠিয়ে ১০ জনকে হত্যা

উত্তর কোরিয়ামুখী লাউডস্পিকার সম্প্রচার বন্ধ করল দক্ষিণ কোরিয়া

নারীদের মন্দিরে চারশ বছর পর পুরুষ প্রবেশ!