মাদক বিপণন ও মাদক পাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই
---
বার্তা কক্ষ:অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম বলেছেন, মাদক এখন পারিবারিক ও জাতীয় জীবনে এক নম্বর সমস্যা। মাদকাসক্তি, মাদক বিপণন ও মাদক পাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই।’ তিনি সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৪’ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের ছেলেমেয়েরা যাতে মাদকদ্রব্যের প্রতি আসক্ত না হয় এ ব্যাপারে প্রতিটি পরিবারের সজাগ দৃষ্টি থাকতে হবে। আমাদের শ্রদ্ধেয় ইমামগন যেভাবে মসজিদে মসজিদে জঙ্গীবাদবিরোধী বক্তব্য তুলে ধরেন ঠিক একইভাবে জুমআ’র নামাজে খোৎবাপূর্ব বয়ানে মাদকের বিরুদ্ধেও বক্তব্য রাখতে হবে।’ তিনি মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগসমূহের সমন্বয়ের মাধ্যমে আরো কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুমায়ুন কবীর ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব আল মামুন সরকার ও সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার সুবোধ চৌধুরী, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান চৌধুরী, অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার আলহাজ্ব আবু হোরায়রাহ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মোঃ রাজীব প্রমুখ। আলোচনা পর্বশেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে স্থানীয় টেংকের পাড় থেকে মাদকবিরোধী একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এসে শেষ হয়। সুত্রঃ ব্রাহ্মণবাড়িয়া২৪







বাঁক বদলের ভোটে বিভক্ত যুক্তরাজ্য
অবশেষে ক্ষমা চাইলেন নেইমার
ফখরুলের ওপর হামলা দুঃখজনক : হাছান মাহমুদ
রণবীর-বাণীর রোমান্স (ভিডিও)
আফগান হাসপাতালে হামলার দায়ে মার্কিন সেনাদের সাজা
এগিয়ে কে?
নাসিরনগরে ব্যবসায়ীদের সাথে মূসকের মতবিনিময় সভা
সিনেমার জন্য টাক হবেন কারিনা?
নাসিরনগরে সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের স্মরণ সভা ও দোয়া মাহফিল
দেশের বর্তমান অবস্থা ভয়াবহ ও ভীতিকর : কর্নেল অলি
উপসচিব পরিচয়ে প্রতারণা মাগুরায়
আখাউড়ায় ইউএনও’র নিকট প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান