বৃহস্পতিবার, ৮ই জুন, ২০১৭ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৪

---

paribahan_photo_bangladesh__31594বার্তা কক্ষঃ ভারতীয় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর আগে আখাউড়ার বিপরীতে ভারতের আগরতলা এলাকায় বিএসএফ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনি ও রবিবার এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়নি। তবে ওই দুইদিন বন্দরে আটকে থাকা পণ্য সোমবার রপ্তানি হয়েছে। আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ীরা জানান, নির্ধারিত স্থানের বাইরে ট্রাক পার্কিং করলে কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ জারি করেছে ত্রিপুরার ট্রাফিক পুলিশ। কিন্তু স্থান সল্পতার কারণে প্রায়ই ট্রাক নির্ধারিত স্থানের বাইরে পার্ক করতে হয়। এ অবস্থায় জরিমানা দিতে গিয়ে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। এনিয়ে রোববার রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে ভারতীয় ব্যবসায়ীরা। কিন্তু বৈঠকে বিষয়টির সুরাহা না হওয়ায় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। ওই বৈঠকে ব্যবসায়ীরা বাংলাদেশি ট্রাক থেকে সরাসরি ভারতীয় ট্রাকে পণ্য তোলার দাবি জানান। বর্তমানে বাংলাদেশি ট্রাক থেকে পণ্য নামিয়ে রেখে পরে ভারতীয় ট্রাকে পণ্য ওঠাতে হয়। এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, পার্কিং জটিলতার কারণে ভারতীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এজন্য মঙ্গলবার থেকে কোনো পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে না।

এ জাতীয় আরও খবর