সোমবার, ৮ই জানুয়ারি, ২০১৮ ইং ২৫শে পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে মাছ রপ্তানি শুরু

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১, ২০১৪

প্রতিনিধি :: ১ দিন বন্ধের পর  মঙ্গলবার সকালে ব্রাক্ষণবাড়িয়ার  আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে মাছ রপ্তানি শুরু হয়েছে। সহকারি কমিশনান  শুল্ক  মিয়া মোঃ নাজমুল হকের অপসারন দাবিতে গতকাল সোমবার মাছ রপ্তানি বন্ধ ছিল। এ বিষয়ে গতকাল সোমবার বিকালে  ব্যবসায়ী নেতাদের সাথে কুমিল্লা অঞ্চলের কর কমিশনার এর সাথে বৈঠকে সিন্ধান্তের পর আজ সকালে মাছ রপ্তানি শুরু হয়েছে।





স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশন  সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল জানান, মাছ রপ্তানি কার্য্যক্রমে গড়িমসি ও  বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের হয়রানি এবং ব্যবসায়িদের কাছ থেকে বাড়তি সুবিধা  নেওয়ার কারণে সহকারি কমিশনান  শুল্ক  মিয়া মোঃ নাজমুল হকের অপসারন দাবিতে গতকাল মাছ রপ্তানি বন্ধ ছিল। এ উদ্ভদ্ধ পরিস্থিতিতে গতকাল সোমবার বিকালে ব্যবসায়ী নেতাদের সাথে কুমিল্লা অঞ্চলের কর কমিশনার এনামুল হক এর বৈঠক হয়েছে। তিনি আরও জানিয়েছেন মাছ রপ্তানি সম্পূর্ণ শুল্কমুক্ত হওয়ায় এ ব্যাপারে ব্যবসায়িরা কর্তৃপক্ষে যথাযথ সহযেগিতার কামনা করেন । এছাড়া সহকারি কমিশনান  শুল্ক  মিয়া মোঃ নাজমুল হক ভবিষ্যতে মাছ রপ্তানির ব্যাপারে সময় নষ্ট না করার আশ্বাস দেন। এসময়   স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাজিব ভূইয়াসহ ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

  • গরমে বিপন্ন জনজীবন, হাসপাতালে রোগীর ভিড়গরমে বিপন্ন জনজীবন, হাসপাতালে রোগীর ভিড়
  • ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন দিলশানওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন দিলশান
  • শ্রদ্ধা-ভালোবাসায় এবিএম মূসাকে বিদায়শ্রদ্ধা-ভালোবাসায় এবিএম মূসাকে বিদায়
  • শাকিবের প্রস্তাবেই চলচ্চিত্র ফোরামের যাত্রা : মৌসুমীশাকিবের প্রস্তাবেই চলচ্চিত্র ফোরামের যাত্রা : মৌসুমী
  • সশস্ত্র বাহিনী জাতির গর্ব : প্রধানমন্ত্রীসশস্ত্র বাহিনী জাতির গর্ব : প্রধানমন্ত্রী
  • তোমরা ভালো থাকো, আমার জন্য চিন্তা করো নাতোমরা ভালো থাকো, আমার জন্য চিন্তা করো না
  • যেখানে বাংলাদেশের দীর্ঘশ্বাসযেখানে বাংলাদেশের দীর্ঘশ্বাস
  • ইরানে কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বাংলাদেশি অন্ধ হাফেজ তানভীরইরানে কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বাংলাদেশি অন্ধ হাফেজ তানভীর
  • সরকার সব হত্যার রহস্য উন্মোচন করেছে, এটিও হবেসরকার সব হত্যার রহস্য উন্মোচন করেছে, এটিও হবে
  • ভোটের আগেই আরেক ভোট যুদ্ধভোটের আগেই আরেক ভোট যুদ্ধ
  • শিশুর বয়স অনুযায়ী ওজন কত হওয়া উচিত?শিশুর বয়স অনুযায়ী ওজন কত হওয়া উচিত?
  • পরীমনির ‘মন জ্বলে’পরীমনির ‘মন জ্বলে’