টি.এ রোড এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ। সমস্ত শহর জুড়ে আতঙ্ক
---
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম গ্রেফতারের জের ধরে টি.এ রোড এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ। সমস্ত শহর জুড়ে আতঙ্ক ।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি ও আটক নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল ৫ টায় শহরের রেল গেইট সংলগ্ন জেলা পরিষদের মার্কেটের সামনে থেকে ১৮ দলের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি টিএ রোড এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শহরের মাদরাসা রোড কান্দিপাড়া এলাকায় ১০/১২টি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ এ সময় টিয়ার গ্যাস ও গুলি বর্ষণ করে। সংঘর্ষে ছাত্রদলের নেতা সালাউদ্দিন গুলিবিদ্ধ হয়।